সুজানগরে ভ্যানের চাপায় শিশু নিহত
সুজানগর, পাবনা : পাবনার সুজানগরে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় সাফিউল ইসলাম সাফি (৪) নামে এক শিুশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুজানগর পৌর শহরের হাসপাতাল সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাসপাতাল পাড়ার মামুন হোসেন ওরফে বাকীর ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে ওই সাফির মা ফরিদা খাতুন সাফিকে সাথে নিয়ে পাবনা যাওয়ার জন্য বাড়ি সংলগ্ন হাসপাতাল রোডের পাশে এসে একটি ভ্যানে উঠতে নেয়। এ সময় হঠাৎ সাফি তার মায়ের অগোচরে সড়ক অতিক্রম করতে নিলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুজানগর থানার কর্মকর্তা ইনচার্জ বদরুদ্দোজা বলেন দুর্ঘটনার খবর লোকমুখে জেনেছি। তবে কেউ থানায় এ-সংক্রান্ত কোন অভিযোগ দেয় নাই।
Spread the love