সুজানগরে মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার ফুল

সুজানগর (পাবনা) সংবাদদাতা : চলতি রবি মৌসুমে পাবনার সুজানগরের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। বিশেষ করে চরাঞ্চলের অধিকাংশ জমি যেন সরিষা ফুলের হলুদ শাড়িতে সেজেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১০টি ইউনিয়নে সাড়ে ৫হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। উপজেলার বড় থেকে শুরু করে প্রান্তিক কৃষকরা পর্যন্ত সরিষা আবাদ করেছেন।

উপজেলার মানিকহাট গ্রামের কৃষক ওমর আলী বলেন বোরো ধান আবাদে প্রচুর খরচ হয়। আর ওই খরচ পোষাতে বেশিরভাগ কৃষক সরিষা আবাদ করেন। তাছাড়া গত বছর সরিষার দাম ভাল পাওয়ায় এ বছর উপজেলার সর্বস্তরের কৃষক কম-বেশি সরিষা আবাদ করেছেন। ইতোমধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। বিশেষ করে চরাঞ্চলের উঁচু জমিতে আগাম আবাদ করা সরিষার হলুদ ফুলে ফুলে সেজেছে ফসলের মাঠ।

এসব সরিষা কৃষকের ঘরে উঠতে এখনও ২০/২৫দিন সময় লাগবে। তবে সরিষা ঘরে উঠতে দেরি থাকলেও সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। আর সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনতো আছেই। মৌমাছি ব্যস্ত সরিষা ফুলের পাপড়ি থেকে মধু আহরণ করতে।

পাশাপাশি এখন মধু পিপাসুরা সরিষা ফুলের খাঁটি মধু কিনতে ছুটছেন মৌয়ালদের বাড়ি বাড়ি। উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার জানান, অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার, বিষ দেওয়ায় চলতি রবি মৌসুমে উপজেলার সর্বত্র সরিষা ভাল হয়েছে। আশা করছি এ বছর বাম্পার ফলন হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!