সুজানগরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর বেতুরিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেব নামে আরো একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়। নিহত তালেব স্থানীয় এলাকার এলাকার আব্দুস সামাদের পুত্র।
ঘটনার দিনই ঘাতকের অপর আপন চাচা মো.কালাম হোসেন খুন হন। এ ঘটনায় মারা যাওয়া দুইজনই আপন ভাই।
উলেলখ্য গত ২৪ জুন বুধবার নিজ বাড়ির আঙ্গিনায় একটি গাছ উভয়পক্ষ তাদের সিমানায় দাবি করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা রিপনের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক আহত হয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ছিল আবু তালেব। এবং ঘটনার দিনই উক্ত রিপনের ধারালো অস্ত্রের আঘাতে অপর আপন চাচা মো.কালাম হোসেন খুন হন। এ ঘটনায় মারা যাওয়া দুইজনই আপন ভাই । এ বিষয়ে সুজানগর থানা ইন্সপেক্টর(তদন্ত) হাদিউল ইসলাম জানান ঘটনার পরপরই ভাতিজা রিপনকে আটক করে পাবনা জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিপন স্থানীয় এলাকার হানিফ হোসেনের ছেলে।