সুজানগরে ২ দিনে ৩ জন করোনা ভাইরাসের আক্রান্ত

পিপ (পাবনা) : মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসে ২ দিনে ৩ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদন পুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আশরাফুল ও নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামে জানু শেখের ছেলে মোরাদ হোসেন ও লালন খানের ছেলে ইমরান খান নামক ৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শুক্রবার ও শনিবার ২ দিনে ৩ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেন, সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান । তিনি আরো জানান আক্রান্ত ব্যক্তির রা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছে, তাদের নমুনা পরিক্ষা ওখানেই হয়েছে।

তবে করোনা আক্রান্ত আগের দুইজন সুস্থ হয়ে উঠেছেন। নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়া গ্রামের নতুন আক্রান্ত ব্যক্তিরা মোবাইলের ম্যাসেজ এর মাধ্যমে করোনা ভাইরাস পজেটিভ সংবাদ পেয়েছে।সে বিষয়টি স্থানীয় সরকারি প্রশাসনকে অবগত করেন নাজিরগঞ্জ ইউনিয়নের উদিয়মান সমাজসেবক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ লিমন।

বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান ও স্থানীয় প্রশাসন ওই বাড়ী লকডাউন ঘোষণা করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!