সুজানগর মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মাহমুদ ইন্তেকাল করেছেন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ ইন্তেকাল করেছেন।
রবিবার ভোররাতে নিজ বাড়ীতে হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
পারিবারিক সুত্রে জানাযায়- বোরবার ভোরে সুজানগর পৌরসভার ভবানীপুর গ্রামে নিজ বাড়ীতে হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে মৃত্যবরণ করেন সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুজানগর রাজার কাচারী ফুটবল মাঠে দুপুর ২ টায় গার্ড অব অর্নার দেয়া হবে।
Spread the love