সোনার বাংলা প্রতিষ্ঠার রাজনীতি করি-টুকু এমপি
মিজান তানজিল, পাবনা : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা -১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শামসুল হক টুকু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার রাজনীতি করি, এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়। এ দেশের অবহেলিত মানুষ মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এমপি টুকু আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। মানুষের যাতায়াত সুবিধার জন্য তৈরী করেছে রাস্তা ঘাট, শিক্ষার্থীদের সুবিধার জন্য স্থাপন করা হয়েছে নবনির্মিত স্কুল ভবন। পরিস্কার ভাবে বলা যায় শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল।
আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ের হরিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল- মামুন দেলোয়ার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, আর- আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল হোসেন,প্রতিষ্ঠানটির সুপারেন্টেন্ড আব্দুল হান্নান সহ মাদ্রাসার সকল শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
Spread the love