সৌদির নিষেধাজ্ঞা ৩০ লাখ ফিলিস্তিনির হজ পালনে

আর্ন্তজাতিক: ফিলিস্তিনের নাগরিকদের ওপর হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করলো সৌদি আরব। ইসরাইলে বসবাসরত ১৫ লাখ সহ প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিকের পবিত্র হজ পালনের ওপর নিষেধাজ্ঞা জারি হলো।

১৯৭৮ সাল থেকে ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকরা লেবানন অথবা জর্ডানের পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ ও ওমরাহ পালনের সুযোগ পেতেন। খবর ‘মিডল ইস্ট আই’য়ের।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, লেবানন, পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলে বসবাস করছেন তারা অস্থায়ীভিত্তিতে এতদিন জর্ডান অথবা লেবাননের ভ্রমণ নথি নিয়ে সৌদি আরবে পবিত্র হজ এবং ওমরাহ পালন করতে পারতেন।

কিন্তু গত ১২ সেপ্টেম্বর থেকে হজ কিংবা ওমরাহ ভিসা ইস্যু বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এর ফলে এসব দেশে বসবাসরত প্রায় ২৯ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি নাগরিক হজ এবং ওমরাহ পালন করতে পারবেন না।ইসরাইলি দৈনিক পত্রিকা হারিটজ জানায়, ইসরায়েলের নাগরিকদের ওমরাহ্ পালনে বাঁধা দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই আরো জানায়, লেবানন, পূর্ব জেরুজালেম এবং ইসরায়েলে বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের জানায় সৌদি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দেশটির কেউ যেন ভিসার জন্য আর আবেদন না করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!