সৌদির সেই দুই বোনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদী থেকে সৌদি আরবের দুই বোন রোতানা ফারিয়া (২২) এবং তার ১৬ বছর বয়সী বোন তালহা ফারিয়ার মরদেহ গত অক্টোবরে উদ্ধার করা হয়। দুই বোনের কোমড়, হাঁটু এবং পায়ের গোড়ালি একসঙ্গে বাঁধা থাকলেও গত মঙ্গলবার নিউইয়র্ক শহরের মেডিক্যালের পরীক্ষকরা বলেছেন, সৌদি ওই দুই বোন আত্মহত্যা করেছিলেন। নিউ ইয়র্কের প্রধান মার্কিন মেডিকেল একজামিনার বারবারা স্যাম্পসন বলেন, ‘আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি যে, ওই দুই সৌদি তরুণী আত্মহত্যা করেছেন। আর হাডসন নদীতে ঝাঁপিয়ে পড়ার আগে তারা নিজেদের একসাথে বেঁধে নিয়েছিলো।’ মরদেহ উদ্ধারের দীর্ঘ দু মাস পর ওই দুই সৌদি তরুণীর আত্মহত্যার খবর জানালেন মার্কিন চিকিৎসক। প্রসঙ্গত, মায়ের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে যান ওই দুই তরুণী। তারা সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় লাভের চেষ্টা করছিলেন। কিন্তু ওয়াশিংটনের সৌদি দূতাবাস তাদেরকে গত ২৩ অক্টোবর আমেরিকা ত্যাগ করে সৌদি আরবে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল বলে তাদের মা জানিয়েছেন। এর মাত্র একদিন পরই তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!