সৌদি যুবরাজের সফর ঠেকাতে আদালতে যাবেন তিউনিশিয়া

ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যাকা- নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিশিয়া সফর ঠেকাতে আদালতে আবেদন করবেন একদল আইনজীবী।

তিউনিশিয়া সফরের মাধ্যমে সৌদি যুবরাজ আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এড়াতে চাইছেন বলে দাবি করেছেন ওই আইনজীবীরা। স্বাধীনতা রক্ষা ও ক্ষমতার অপব্যবহার রোধ নামের একটি সংগঠনের ৫০ জন সাংবাদিক ওই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনে অংশগ্রহণ সামনে রেখে দশ দেশ সফরের অংশ হিসেবে তিউনিশিয়া সফর করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খাশোগি হত্যাকা- নিয়ে সংকট শুরুর পর প্রথম বিদেশ সফরে গত ২২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সৌদি যুবরাজ।

তিউনিশয়ার সাংবাদিক সিন্ডিকেটের প্রধান নাজি আল বাগৌরি যুবরাজের তিউনিশিয়া সফরের সমালোচনা করে তার ফেসবুক পেজে লিখেছেন, খাশোগির রক্ত এখনও উষ্ণ আর খুনি মোহাম্মদ বিন সালমানকে আমাদের দেশে স্বাগত জানানো হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!