স্কুল ব্যাংকিং সম্মেলন লক্ষ্মীপুরে
অর্থনীতি: শাহ্জালাল ইসলামি ব্যাংকের তত্ত্বাবধানে লক্ষ্মীপুরে ‘স্কুল ব্যাংকিং সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
‘এসো সঞ্চয় করি, সোনার বাংলাদেশ গড়ি’ এই প্রত্যয় নিয়ে লীড ব্যাংকিং পদ্ধতিতে শাহ্জালাল ইসলামি ব্যাংকের তত্ত্বাবধানে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে শাহ্জালাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পিনাক রঞ্জন সরকার বক্তব্য রাখেন।
শাহ্জালাল ব্যাংকের বিজিনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আমীর উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন।