স্কয়ারের অর্থায়নে আটঘরিয়া পৌরসভায় অ্যাম্বুলেন্স প্রদান
আফ্রিদী মিঠুন : চিকিৎসা সেবার মান উন্নয়নে পাবনার আটঘরিয়া পৌরসভাকে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রæপ। বুধবার বেলা তিনটার দিকে আটঘরিয়া পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়।
স্কয়ার গ্রæপের পরিচালক ও বেসরকারি টেলিভিশন মালিক সমিতি (অ্যাটকো)’র সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু আটঘরিয়া পৌর কর্তৃপক্ষের হাতে অ্যাস্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় অঞ্জন চৌধুরী বলেন, আটঘরিয়া পৌরবাসী যাতে চিকিৎসা সেবা আরো ভালভাবে নিতে পারে সেজন্য স্কয়ারের অর্থায়নে অ্যাম্বুলেন্সটি দেয়া হলো। পাবনার মানুষের পাশে স্কয়ার গ্রæপ সবসময় আছে, আগামীতেও থাকবে।
অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জহুরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।