স্টেশন মাস্টার সালমান খান
বিনোদন: মাথায় টুপি। স্টেশন মাস্টারের পোশাক পরে ট্রেনের কেবিনে বসে রয়েছেন সালমান খান। কী ভাবছেন নতুন কোনও ছবির দৃশ্য? নাহ, স্টেশন মাস্টারের চরিত্রে আপাতত কোনও ছবিই করছেন না ভাইজান।
তবে কি শেষমেষ অভিনয় ছেড়ে স্টেশন মাস্টারের কাজ শুরু করলেন তিনি? না। এবার ‘বিগ বস’ সিজন ১৩-এর প্রোমোর শ্যুটিংয়ের জন্যই সলমনের এই নতুন রূপ। কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ১৩।
অন্যবারের মতো এবারেও এই টক শোয়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ইতিমধ্যেই বিগ বসের ৪টি প্রোমো শুট করে ফেলেছেন সালমান। তার মধ্যেই একটিতে স্টেশন মাস্টারের ভূমিকায় দেখা যাবে সল্লু ভাইকে। প্রোমোতে একটি ট্রেনের কেবিনে বসে সিজনের বিষয়বস্তু বোঝাবেন তিনি। বিগ বস ১৩-তে আদিত্য নারায়ণ, মুগ্ধা গডসে, চাঙ্কি পা-ের মতো একাধিক জনপ্রিয় সেলেবকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর সেপ্টেম্বরের শেষে শুরু হতে চলেছে ‘বিগ বস’-এর ১৩ নম্বর সিজন।