স্ত্রীকে দেহ থেকে হাত ও পা বিচ্ছিন্ন করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে আটক
এস এম আলম, ১৭ নভেম্বর : পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর দেহ থেকে হাত ও পা বিচ্ছিন্ন করার অভিযোগে অভিযুক্ত স্বামী তেজেম মোল্লাকে ঘটনার মাত্র ১০ ঘন্টার মধ্যেই আটক করেছে সিআইডি পুলিশ। দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডি পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, স্বামীর পরকিয়া প্রেম নিয়ে ঝগড়ার জের ধরে তেজেম গত ১৫ নভেম্বর দিনগত রাতে স্ত্রী হামিদা খাতুনকে কুপিয়ে হত্যা করে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার বড়াই গ্রাম থেকে তাকে আটক করে। উদ্ধার করে হত্যাকান্ডে ব্যবহ্রত ধারালো অস্ত্রটি।
Spread the love