স্ত্রীর ইচ্ছাপূরণে মন্দিরে ১৭ লাখ টাকার সোনার গয়না দান

বিদেশ : দুনিয়ায় অবাক করার মতো প্রতিনিয়ত কত কিছুই না ঘটে যায়! মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা শুনে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়। এমনই এক আজব ঘটনার সাক্ষী ভারতের ঝাড়খ-। সেখানের এক ব্যক্তি মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলা মহাকালেশ্বর মন্দিরে ১৭ লাখ টাকার সোনার গয়না দান করলেন। মন্দির সূত্রের বরাত দিয়ে এমনটাই খবরে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
জানা গিয়েছে, নিজের স্ত্রীর শেষ ইচ্ছে পূরণের জন্যই এত দামের সোনার গয়না দান করেছেন ওই ব্যক্তি। ব্যক্তির স্ত্রী রেশমি প্রভা বেশ কিছু দিন আগে মারা গিয়েছেন। তিনি এই মন্দিরের খুব বড় ভক্ত ছিলেন এবং প্রায়শই এখানে পূজা দিতে আসতেন। মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত গণেশ কুমার জানিয়েছেন, মৃতা রেশমির মনকামনা করেছিলেন নিজের মৃত্যুর পর তিনি নিজের যাবতীয় গয়না এই মন্দিরে দান করবেন। গত শনিবার ঝাড়খ-ের বোকারোর বাসিন্দা সঞ্জীব কুমার রেশমির সব সোনার গয়না এই মন্দিরে দান করেছেন। সোনার গয়নার মোট ওজন প্রায় ৩১০ গ্রাম, বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা। মন্দিরের এক সেবায়ত জানিয়েছেন, মহাকালেশ্বর মন্দির ভারতের ১২টি জ্যোতিলিঙ্গর মধ্যে অন্যতম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!