স্পীড পেল সেরা বেভারেজ ব্র্যান্ডের স্বীকৃতি
অর্থনীতি: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সেরা বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে স্পীড।
শনিবার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে আকিজ ফুড এ- বেভারেজের পক্ষে চীফ মার্কেটিং কর্মকর্তা হিন্দোল রায়, এজিএম (মার্কেটিং) মাইদুল ইসলাম এবং অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার মুনতাসির মামুন এই পুরস্কার গ্রহন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৮-এর অনুষ্ঠানে দেশসেরা ব্র্যান্ড কার্বোনেটেড সফট্ ড্রিংকস (অল্টারনেটিভ) ক্যাটাগরিতে বাংলাদেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে স্পীড।
Spread the love