স্পেনে ঘরে ঘরে অনুসন্ধান, বিছানায় মিলছে বয়স্কদের লাশ

বিদেশ : অসুস্থ বয়স্কদের খোঁজে অবসরপ্রাপ্ত মানুষের ঘরে ঘরে অনুসন্ধান চালাচ্ছে স্পেনের সেনা সদস্যরা। করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে তারা। খবর বিবিসি।

অসুস্থ ব্যক্তিদের উদ্ধারে অনুসন্ধান শুরু হয়েছে বলে স্পেনের প্রসিকিউটর জানায়। এ কাজে সেনাবাহিনী তাদের সহায়তা করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারেটি রোবলেস বলেন, ‘সেনাবাহিনী ঘরে ঘরে যাচ্ছে। কিছু বয়স্ক মানুষ একেবারেই শেষ পর্যায়ে, কিছু ক্ষেত্রে বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া গেছে তাদের।’ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন না হওয়া মারা যাওয়া ব্যক্তিদের হিমাগারে সংরক্ষণ করা হবে।

তবে বিছানায় উদ্ধারকৃত লাশগুলোকে সেভাবেই রেখে দেয়া হয়েছে। শেষকৃত্য সম্পন্নকারী কর্মীরা এসে যথাযথভাবে ব্যবস্থা নিবে। ইউরোপে ইতালির পর সবচেয়ে সংক্রমিত হয়েছে স্পেনে।

সোমবার একদিনেই দেশটিতে মারা গেছে ৪৬২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩১১ জনে। আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ জন। এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৭৯ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ৯৮৫ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!