স্বামী আছে, তবু মেয়েলি আদর চান মাইলি

বিনোদন : মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাসের খ্যাতি বিশ্বজোড়া। তার গানে ঝড় ওঠে লাখো পুরুষ হৃদয়ে। কিছুদিন আগে লিমা হেমসওয়ার্থ নামে একজনকে বিয়ে করে সংসার পেতেছেন এই তারকা। স্বামীর সঙ্গে খুনসুটি মেশানো ছবি পোস্ট করে মাঝে মাঝেই ভক্তদের জানান যে, তাদের সংসার জীবন বেশ ভালোই চলছে।

কিন্তু তাতে মন ভরছে না মাইলির। স্বামীর আদর তার জন্য যথেষ্ট নয়। যার কারণে এবার তিনি মেয়েলি আদর পরখ করে দেখতে চান। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন, বাইসেক্সুয়াল শব্দটি তার পছন্দ। এছাড়া লিঙ্গসাম্য নামে তার আন্দোলনের কথাও সবার জানা। বরাবরই এ বিষয়ে তিনি সরব।

সেই একই বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাইলি বলেন, ‘এখনও পর্যন্ত আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আমার লিঙ্গ কি বা শরীরের যৌন চাহিদা মেটাতে আমি ঠিক কাকে চাই। আমার প্রথম প্রেম কিন্তু একটি মেয়ের সঙ্গে। যদিও আমার বেড়ে ওঠা এক ধর্মভীরু পরিবারে।’

তিনি আরও বলেন, ‘এমন অনেককে দেখেছি যাদের দেখে মানুষ ঠিক বুঝে উঠতে পারেন না ব্যক্তিটি ছেলে না মেয়ে। কারণ মনের সৌন্দর্যের দিক দিয়ে সে মেয়ে, এদিকে শারীরিক ভাবে সে ছেলে। আমার সম্বন্ধেও মানুষের ধারণা এমন ছিল। আমার লিঙ্গ এবং যৌন চাহিদা ভালোভাবে বুঝতে চাই। সে কারণেই একবার মেয়েলি আদর পরখ করতে চাই।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!