স্বাস্থ্যকর্মীদের উপহার দিলেন আলিয়া ভাট
বিনোদন: করোনা মহামারির এই সময়ে সামনে থেকে লড়াই করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মুম্বাইয়ের এমন করোনা যোদ্ধাদের উৎসাহ জোগাতে উপহার পাঠিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার এই উপহারের ছবি পোস্ট করেছেন একজন চিকিৎসক। এতে দেখা যায়, একটি বক্সে চকোলেট, জুস, আপেল, বনরুটি প্রভৃতি পাঠিয়েছেন ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।
পাশাপাশি একটি চিরকুট পাঠিয়েছেন তিনি। এতে লেখা রয়েছে, ‘আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখার জন্য আপনারা যা করছেন সেজন্য ধন্যবাদ। আপনারাই প্রকৃত যোদ্ধা।’
আলিয়ার উপহার পেয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শ্রীপদ গঙ্গাপুরকর নামের সেই চিকিৎসক লিখেছেন, ‘এরকম মিষ্টি চমক দেওয়ার জন্য ধন্যবাদ আলিয়া ভাট। মহামাহারির এই তিক্ত সময়ে এর মর্ম উপলব্ধি করতে পারছি।’
কােভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। বলিউডের বেশ কয়েকজন তারকা নানা ভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। স্বাস্থ্যকর্মীদের বিশ্রামের জন্য হোটেল, স্বাস্থ্য সুরক্ষার জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ( পিপিই) ইত্যাদি দিয়ে সাহায্য করছেন তারা।