সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ফুটবলার
স্পোর্টস: দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ডিফেন্ডার মতজেকা মাদিশা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন রোববার এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর কথা জানায়।
অন্য একজনের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি। জোহানেসবার্গে তাদের গাড়িটি একটি বিলবোর্ড পোস্টে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। এতে দুজনই মারা যান। দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউন্সের হয়ে খেলা মাদিশা জাতীয় দলের হয়ে খেলেছেন ১২ ম্যাচ।
গত মাসে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে খেলেছিলেন তিনি। এক মাসের কম সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার দুই জন ফুটবলার গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন। গত ২৩ নভেম্বর মারা যান ২০১০ বিশ্বকাপে খেলা ডিফেন্ডার অনেল এনজিকঙ্কা।
Spread the love