হলদে ফুলে ছেয়েছে মাঠ
পিপ (পাবনা) : ফুলে, ফুলে ছেয়ে গেছে চারিদিক। মৌ মাছিদের মৌ, মৌ গন্ধে ভরে উঠেছে মাঠের পর মাঠ । শস্য ভান্ডারখ্যাত চলনবিলাঞ্চলের পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন কেবলি হলুদের সমারোহ। যত দূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত চোখে পড়ে। প্রকৃতি সেজেছে যেন নতুন রুপে! মাঠ ভরা হলদে ফুলে স্বপ্ন দেখছে এলাকার কৃষক ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ৬ টি ইউনিয়নে ৫ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। প্রতিবছর ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে সরিষা ক্ষেতে মারাত্মক ক্ষতির আশংকা থাকে।
তবে এখন পর্যন্ত উপজেলার সরিষা ক্ষেতে প্রাকৃতিক কোন দূর্যোগ পরিলক্ষিত হয়নি। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে চলতি মৌসুমে উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
Spread the love