হলিউডে মেগানের শিক্ষক অ্যাঞ্জেলিনা জোলি!
বিনোদন: রাজ পরিবার থেকে সরে আসার খবরে বছরের শুরু থেকেই আলোচনায় ছিলেন মেগান মার্কেল। পুরোদমে হলিউডে কাজ শুরুর পরিকল্পনা করছেন তিনি। শোনা যাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির সাথে ডিজনির একটি ডকুমেন্টারির কাজ করবেন তিনি।
ডিজনির ডকুমেন্টারি ‘এলিফেন্ট’-এ গল্পকথক হিসেবে কাজ করবেন মেগান মার্কেল। তাকে সহযোগিতা করবেন এই বিষয়ে আগে থেকেই অভিজ্ঞ অ্যাঞ্জেলিনা জোলি।
মেগান মার্কেল অনেক আগে থেকেই অ্যাঞ্জেলিনা জোলির ভক্ত। তাই কাজটা জোলির থেকে কাজ শেখার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। মেগান মার্কেলের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তোলার এই সুযোগ পেয়ে খুশি হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।
এর আগে তাদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। করোনাভাইরাসের কারণে অবশ্য এই কাজ কবে শুরু হবে তা অনিশ্চিত।
কারণ সব শুটিং ও প্রোডাকশনের কাজ বন্ধ আছে এখন। অ্যাঞ্জেলিনা জোলি তার ছয় সন্তানের সাথে লস অ্যাঞ্জেলসের বাড়িতে আইসোলেশনে আছেন। মেগান মার্কেলও প্রিন্স হ্যারি ও সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলসে আইসোলেশনে আছেন।