হিট স্ট্রোক করলেন প্রভা
বিনোদন: হিট স্ট্রোক করলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গতকাল দুপুর বারোটার দিকে নির্মাতা আদর সোহাগের ‘লাভ পার স্কয়ার ফুট’ শিরোনামের একটি টেলিছবির শুটিং স্পটে প্রভা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে জানান নির্মাতা।
এই সময় আরো উপস্থিত ছিলেন মডেল-অভিনেতা ইমন। নির্মাতা আদর সোহাগ বলেন, আজ দুপুর বারোটার দিকে শুটিং স্পটে প্রভার হিট স্ট্রোক হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
তবে তার হয়তো হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। একই ভাবে অভিনেতা ইমনও জানান প্রভার অসুস্থতার কথা।
এদিকে সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য প্রভার সেলফোনে কল করা হলে তা কেউ রিসিভ করেন নি।
Spread the love