হিমায়েতপুর শীতবস্ত্র বিতরণ করলেন-জেলা প্রশাসক জসিম উদ্দিন
মিজান তানজিল,পাবনা : পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার হিমায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।
বুধবার রাতে তিনি আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে গিয়ে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ কালে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন,আনুষ্ঠানিক ভাবে এ সকল কম্বল দিতে গেলে প্রকৃত গরিবেরা কম্বল পায় না। শীতার্ত গরিব মানুষের শীত-কষ্ট নিজের চোখে দেখার জন্য মুলত ঘুরে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রোকসানা মিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল করিম,ফরহাদ হোসেন,ফিরোজ খান সহ উপজেলার সহকারী কমিশনার (ভুমি)অফিসের সকল কর্মচারী বৃন্দ।
Spread the love