হুইল চেয়ারে বসেই প্রচারণা চালাবেন মমতা
বিদেশ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের অবস্থা স্থিতিশলি রয়েছে বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। শুক্রবার মমতাকে ছাড়ার বিষয়ে ৯ সদস্যের মেডিক্যাল বৈঠকের পর সিদ্ধান্ত হবে। হাসপাতালের বেডে শুয়েই ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বলেছেন, দু তিনের মধ্যেই নির্বাচনি মাঠে ফিরবেন তিনি। জানান, পায়ে সমস্যা থাকলেও, হুইল চেয়ারে করেই মিছিলে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার দুপুরে এই ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়। বার্তায় সমর্থকদের শান্ত থাকারও আহ্বান জানান মমতা।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাজ্যটির জেলায় জেলায় বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু জায়গায় তৃণমূল সমর্থকরা ভাঙচুর করে পথ অবরোধও করেছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।
Spread the love