হুবহু কারিশমা!
বিনোদন: একজন মানুষের সঙ্গে অন্য মানুষের চেহারায় সাদৃশ্যের খবর নতুন কিছু নয়। তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেটের কল্যাণে এখন প্রায়ই এর প্রমাণ মেলে। বিশেষ করে প্রায়ই তারকাদের মতো দেখতে এমন ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এছাড়া প্রচলিত আছে, পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে সাতজন মানুষ রয়েছে।
এবার ভিডিও মেকিং অ্যাপ টিকটকে হিনা নামের এক ব্যবহারকারীর সঙ্গে অভিনেত্রী কারিশমা কাপুরের সাদৃশ্য খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এ ছাড়া হিনা নিজেও কারিশমা অভিনীত সিনেমার গান ও সংলাপের সঙ্গে ঠোঁট মেলান। টিকটকে হিনার ২ মিলিয়নের বেশি অনুসারী। পাশাপাশি ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই তিনি তার ভিডিও পোস্ট করেন।
সেখানে কারিশমার সঙ্গে তার চেহারার মিল দেখে একজন লিখেছেন, ‘প্রকৃতির কারিশমা।’ অন্য একজন লিখেছেন, ‘কারিশমা কাপুর, সে হুবহু আপনার মতো দেখতে, কার্বন কপি।’ বিস্ময় প্রকাশ করে অপর একজন মন্তব্য করেছেন, ‘কারিশমা কাপুর আপনার আসল বোন।’ তবে তারকার মতো দেখতে ব্যক্তির সন্ধান নতুন কিছু নয়।
এর আগে বলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম, রণবীর কাপুর, রণবীর সিং মতো দেখতে ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।