হেমায়েতপুরের ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩১ তম স্মরণ মহোৎসব বুধবার শুরু
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার হেমায়েতপুরের সৎসঙ্গে আগামীকাল থেকে শুরু হবে তিনদিনের ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩১ তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব। এতে অংশ নেবে দেশ বিদেশের অসংখ্য ভক্ত। এনিয়ে সেখানে চলছে প্যান্ডেল নির্মাণসহ ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যেই দুর দুরান্ত থেকে ভক্তেরা আনন্দ নিয়ে উৎসবে ছুটে আসছেন ঠাকুরের কৃপা লাভের আশায়। উৎসব আনে জাতির জাগরন সৃষ্টি করে জীবনের স্পন্দন আর উৎসব মানে শ্রেয় সৃজনী সংহতি সমাবেশ ঠাকুরের এই বাণীকে ধারন করে সেজে উঠছে উৎসবস্থল। আর উৎসব সফল করতে আজ দুুপুরে হেমায়েতপুর সৎসঙ্গে এক সাংবাদিক সম্মেলন করেছেন সংশ্লিষ্টরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন হেমায়েতপুর সৎসঙ্গ এর ভারপ্রাপ্ত সভাপতি ড.রবীন্দ্রনাথ সরকার,সহ সভাপতি অধ্যাপক যুগোল কিশোর ঘোষ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাপস রায় প্রমূখ।
বক্তারা বলেন ঠাকুর অনুকুল চন্দ্রের মানবতার যে বাণী তা সকলের মাঝে ছড়িয়ে দিয়ে হিংসা হানাহানিমুক্ত জীবন প্রবাহে সকলকে সম্মিলিতভাবে নিজ নিজ পরিসর থেকে কাজ করতে হবে।