হেমায়েতপুরে চলছে তিনদিন ব্যাপী অনুকূলচন্দ্রের ১৩১ তম আবির্ভাব উৎসব
পাবনা প্রতিনিধি : শ্রী শ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩১ তম আবির্ভাব উপলক্ষে পাবনার হেমায়েতপুরধামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব।
আজ বৃহস্পতিবার ভোরে ঊষাকীর্তন, মাঙ্গলিকী, ভোরের প্রার্থনা, সদগ্রন্থাদিপাঠ, শ্রীমন্দিরে ঠাকুরের জন্মলগ্ন ঘোষনা ও বিশেষ সমবেত প্রার্থনার মধ্যদিয়ে মহোৎসবের দ্বিতীয় দিন শুরু হয়। এছাড়া সকাল নয় টায় জাতীয় সংগীত ও মাতৃবন্দনা সহযোগে জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলন শেষে আশ্রম প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সাংস্কৃতি ব্যক্তিত্ব ইতিরাণী বিশ্বাস। এর আগে গেল বুধবার সন্ধায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্যদিয়ে তিন দিন ব্যাপী স্মরণ মহোৎসবের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম), আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অনেকে।
উৎসবে অংশ নিতে দেশ বিদেশ থেকে অসংখ্য ঠাকুর ভক্ত এসে জড়ো হয়েছে উৎসব প্রাঙ্গনে। শুক্রবার রাত ১০ টায় লোকরঞ্জন অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে তিন ব্যাপী স্মরণ মহোৎসব।