১৪ বছরে ২৬ হাজার আফগান শিশু নিহত
বিদেশ: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রতিদিন গড়ে পাঁচটি শিশু নিহত অথবা আহতের শিকার হয়েছে। এ তথ্য জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি জানিয়েছে, জাতিসংঘের হিসেব অনুযায়ী ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানে অন্তত ২৬ হাজার ২৫ শিশু মৃত্যু অথবা বিকলাঙ্গের শিকার হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেনেভায় আফগানিস্তানের শিশুদের ভবিষ্যৎ রক্ষায় দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও তালেবানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিতের পর সেখানে সহিংসতা বেড়েছে। সংস্থটির মতে শিশুদের জন্য বিশ্বের ভয়ঙ্কর ১১টি দেশের মধ্যে আফগানিস্তান একটি।
Spread the love