১৮৪,০০,০০০ কোটি ডলার বেশ্বিক ঋণের পরিমাণ

আর্ন্তজাতিক: বৈশ্বিক ঋণের পরিমাণ সর্বোচ্চ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, বৈশ্বিক ঋণের পরিমাণ ১৮৪,০০,০০০ কোটি ডলারে পৌঁছেছে। এই হিসাবে বিশ্বের প্রত্যেক মানুষের গড় ঋণ ৮৬ হাজার ডলার।
আইএমএফ জানায়, এই হিসাবে মুদ্রাস্ফীতিকে বিবেচনায় নেওয়া হয়নি। বৈশ্বিক ঋণের অর্ধেকরই বেশি নিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান। এই তিনটি দেশই বিশ্বের শীর্ষ ঋণগ্রহীতা দেশ।
সংস্থাটির প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালের বিশ্বের জিডিপির ২২৫ শতাংশের সমান বৈশ্বিক ঋণ। অক্টোবরে যে সম্ভাব্য পরিমাণের কথা বলা হয়েছিল সেটার চেয়ে ঋণের পরিমাণ বেশি। কারণ ওই সময় অনেক দেশই তাদের ঋণের অঙ্ক জানায়নি। এবার সেগুলো হালনাগাদ করা হয়েছে।
আইএমএফ জানায়, এই প্রতিবেদনে উল্লেখ্যযোগ্য দিক হলো শীর্ষ ঋণগ্রহীতা দেশ হিসেবে চীনের উঠে আসা। এই শতাব্দীর শুরু থেকে বৈশ্বিক ঋণের পরিমাণ ৩ শতাংশেরও ছিল। এখন তা ১৫ শতাংশের বেশিতে পৌঁছে গেছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে দ্রুত ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সূত্র: রাশিয়া টুডে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!