২০১৮ সালে চলে গেছেন যারা

ডেস্ক রিপোর্ট : ২০১৮ সালে বিশ্ব হারিয়েছে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং, কথাসাহিত্যিক স্যার ভি এস নাইপল, পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীসহ বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যক্তি। জনপ্রিয় লেখক ও রাজনীতিবদসহ অনেক বিশিষ্টজন মারা যান গত বছর।

শুরুটা ২৬ জানুয়ারি কলকাতা বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যু দিয়ে। পদ্মশ্রী উপাধি পাওয়া ৮৫ বছরের এই অভিনেত্রী মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে।

গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আজীবন সোচ্চার পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর মারা যান ১১ ফেব্রুয়ারি। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের গন্ডি পেরিয়ে জয় করেন বাংলাদেশ ও ভারতের লাখো মানুষের মন।

একই মাসের ২৪ তারিখে মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৫৪ বছরের বলিউড কুইন। পদ্মশ্রী উপাধি পাওয়া এই অভিনেত্রী কাজ করেন সাদমা, চাঁদনি, লামহে, মিস্টার ইন্ডিয়ার মতো অসংখ্য সুপারহিট সিনেমায়।

মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বা বিগ ব্যাং থিওরির অন্যতম প্রবক্তা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মারা যান ১৪ মার্চ। ৭৬ বছর বয়সে ক্যামব্রিজের বাসায় মারা যান তিনি।

৮৫ বছরের প্রখ্যাত কথাসাহিত্যিক স্যার ভি এস নাইপল মারা যান ১১ আগস্ট। ৫০ বছরের সাহিত্যচর্চায় উপন্যাস, ভ্রমণকাহিনি, আত্মজীবনীসহ কৌতুক ঊপন্যাসও লিখেন সাহিত্যে নোবেলজয়ী এই লেখক।

১৬ আগস্ট মারা যান ৯৩ বছরের ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার স্বীকৃতিস্বরূপ, ২০১৫ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেয় বাংলাদেশ সরকার।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ১৮ আগস্ট মারা যান। মানবতার পক্ষে কাজ করে শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্ব সুইজারল্যান্ডে ৮০ বছর বয়সে মারা যান।

নিউমোনিয়া ও বার্ধক্যজনিত কারণে ১২ নভেম্বর মারা যান ৯৫ বছরের কিংবদন্তী কমিকস লেখক, স্ট্যান লি। কমিক বিশ্বে বিশেষ অবদানের জন্য, ‘ফাদার অব পপ কালচার’ নামেও পরিচিত ছিলেন তিনি।

একই মাসের ৩০ তারিখে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বার্ধক্যজনিত কারনে নানা রোগে ভুগে হিউসটনে ৯৪ বছর বয়সে মারা যান তিনি।

বছরের একেবারে শেষ দিকে, ৩০ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান ভারতের বিখ্যাত চলচ্চিত্রের অন্যতম পরিচালক মৃণাল সেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!