২০২৩ নারী বিশ্বকাপের স্বাগতিক হবার দৌঁড় থেকে নাম প্রত্যাহার ব্রাজিলের
স্পোর্টস: ২০২৩ নারী বিশ্বকাপের স্বাগতিক হবার দৌড় থেকে সড়ে দাঁড়িয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে দেশটির সরকার এই বিডে অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছে।
ব্রাজিল এখন কলম্বিয়াকে সমর্থন করবে। ৩২ দলের এই টুর্নামেন্টের আয়োজক হবার দৌঁড়ে আরো অংশ নিচ্ছে জাপান ও যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ২৫ জুন ফিফা ভোটের মাধ্যমে স্বাগতিক দেশের নাম ঘোষনা করবে। সাম্প্রতিক সময়ে ব্রাজিল বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। ২০১৪ বিশ্বকাপের পর ২০১৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
এরপর গত বছর আয়োজিত হয়েছে কোপা আমেরিকা। কোভিড-১৯ মহামারীতে দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রাজিল। এখনো পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার আক্রান্তের পাশাপাশি মৃত্যুবরন করেছেন ৩৫ হাজারেরও বেশী মানুষ।