২০৪০ সালের মধ্যে দেশে ধুমপান শুন্যের কোঠায় নামিয়ে আনা হবে-র্মশালায় বক্তারা
পিপ (পাবনা) : আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশে ধুমপান শুন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া সরকার ধুমপান ও তামাকজাত পণ্যে নিয়ন্ত্রণে কাজ করছে। গতকাল বুধবার সকালে পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়ন” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহেদ নেওয়াজের সভাপতিতেত্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও স্বাস্থ্য শিক্ষা বুরোর তামাক নিয়ন্ত্রণ সেলের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সুচিব জিল্লুর রহমান চৌধুরী।
পাবনার সিভিল সার্জন ডা.আব্দুল মোমেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু চন্দন চক্রবর্তি, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন আহমেদ, মাদক দব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক পারভীন আক্তার, পাবনা জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান প্রমুখ।