২০% ক্যাশব্যাক বিকাশ পেমেন্টে
অর্থনীতি: দেশের বিভিন্ন ব্রান্ডের সাড়ে তিন হাজারের বেশি আউটলেটে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামি ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, সুপারস্টোর, ই-কর্মাস এবং রেস্টুরেন্ট ক্যাটাগরিতে ৩৫০টির বেশি ব্র্যান্ডের পণ্য এই অফারে অর্ন্তভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন গ্রাহক পণ্যের ক্যাটাগরি অনুযায়ী প্রতিটি লেনদেনের বিপরীতে সর্বোচ্চ ৩০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকসহ অফার চলাকালীন সময়ে সর্বমোট ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি পদ্ধতিতে *২৪৭# ডায়াল পেমেন্ট করলে ক্রেতারা তাৎক্ষণিক ভাবে ক্যাশব্যাক নিজের বিকাশ একাউন্টে পেয়ে যাবেন।
এই অফারের আওতাভুক্ত ব্র্যান্ড এবং আউটলেটের তালিকা বিকাশের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে পাওয়া যাবে।