২২শে জানুয়ারি অস্কারের মনোনয়ন ঘোষণা

বিনোদন: বিশ্ব চলচ্চিত্রাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯১তম আসর বসবে আগামি ২৪শে ফেব্রুয়ারি। ভেন্যু আমেরিকার হলিউডের ডলবি থিয়েটার। কিন্তু তার আগ পর্যন্ত সবার নজর থাকছে মনোনয়নের দিকে। কারা পাচ্ছেন মনোনয়ন? অস্কার কমিটি জানিয়েছে ২২শে জানুয়ারি ঘোষণা করা হবে মনোনীতদের নাম। সাধারণত ২৪টি ক্যাটাগরিতে দেয়া হয় অস্কার। তবে, ৯১তম আয়োজনে বিভাগ সংখ্যায় আসতে পারে পরিবর্তন। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে অস্কারের ৯টি বিভাগের শর্টলিস্ট। বিভাগগুলো হলো- ডকুমেন্ট্রি ফিচার, ডকুমেন্ট্রি শর্ট সাবজেক্ট, বিদেশি ভাষার চলচ্চিত্র, মেক-আপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, মিউজিক (অরিজিনাল স্কোর), মিউজিক (অরিজিনাল সং), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম অ্যান্ড ভিজ্যুয়াল ইফেক্টস।
এই শর্টলিস্ট থেকে ভোটিংয়ের মাধ্যমে মনোনয়নের তালিকায় উঠবে নির্দিষ্ট বিভাগে মনোনীতদের নাম। ভোটিং শুরু হবে ৭ই জানুয়ারি থেকে, চলবে ১৪ই জানুয়ারি পর্যন্ত। ২০১৮ সালে মুক্তি পাওয়া হলিউডের ছবিগুলোর বিভিন্ন বিভাগে দেয়া হবে অস্কার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!