৩২১ রানের টার্গেট টাইগারদের
স্পোর্টস ডেস্ক:দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে। জেতার জন্য স্বাগতিক টাইগারদের প্রয়োজন ৩২১ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়েকে ভুগিয়েছে টাইগার স্পিনাররা।
বাংলাদেশ – জিম্বাবুয়ের প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে সুযোগ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। ব্রায়ান চারির ক্যাচ নিতে পারেননি নাজমুল অপু। তবে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জিম্বাবুয়ে ওপেনার চারিকে দারুণ এক ডেলিভারিতে ফেরান মিরাজ। ব্রেন্ডন টেইলরকে ২৪ রানে থামান তাইজুল। পথের কাঁটা হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান মিরাজ। ৪৮ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক। তাইজুলের দ্বিতীয় শিকার শন উইলিয়ামস। এরপর একে একে ফেরান পিটার মুর ও সেকান্দার রাজাকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে দশ উইকেট নিলেন তাইজুল। প্রথম ইনিংসে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছিলো ২৮২ রান।