৩৮২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ৩৮২তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২৩ নভেম্বর ২০১৯ তারিখে সরকারী শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহী ক্যাম্পাসে উদ্বোধন হয়। কোর্স উদ্বোধন করেন প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া এর মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সম্মানীত সম্পাদক স্কাউটার মো: আমিনুল ইসলাম।
কোর্সে কোর্স লিডার হিসেবে স্কাউটার মো: শাহাদুল ইসলাম সাজু-এএলটি এবং প্রশিক্ষক হিসেবে স্কাউটার আব্দুল হান্নান-এএলটি, স্কাউটার খন্দকার শামশুদ্দিন আহমেদ-এএলটি, স্কাউটার মো: হামজার রহমান শামীম-এএলটি, স্কাউটার মো: নুরুজ্জামান মন্ডল, স্কাউটার মো: বজলার রহমান রুবল-উডব্যাজার, স্কাউটার স্বর্নকার জহুরুল ইসলাম-উডব্যাজার, স্কাউটার মো: এনামুল হক, স্কাউটার মো: আনোয়ার হোসেন-উডব্যাজার, স্কাউটার মো: জাফর আহমেদ-উডব্যাজার দায়িত্ব পালন করছেন। কোর্স লিডার স্কাউটার মো: শাহাদুল ইসলাম শাজু এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব জনাব মো: এনামূল হক এবং সরকারী শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ জনাব মো: খাদেমুল হক।