৩ এপ্রিল বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

স্পোর্টস: আগামী ২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হওয়ার কথা। নির্বাচন অনুষ্ঠান নিয়ে শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাফুফে। বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

বাফুফে ভবনে সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, ‘আগামী ২০ এপ্রিল যে নির্বাচন হবে সেটিকে সামনে রেখে এবং তা হবে বলে আমরা অগ্রসর হচ্ছি। আপাতত ৩ এপ্রিল তফসিল ঘোষণা করবো বলে নির্ধারণ করেছি।’ নির্বাচন বাফুফের কার্যালয়ে হওয়ার কথা। যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন অনুষ্ঠানের স্থান ঠিক করবে বাফুফে, ‘নির্বাচনের ভেন্যু কোথায় হবে কিংবা ভোটার তালিকাসহ সেসব বাফুফের নির্বাহী কমিটির বিষয়। তাদের এখতিয়ার। তারা ঠিক করবে। সেটা পেলে শিডিউল(তফসিল) ঘোষণা করতে পারবো।’

সভায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিষয়টি আলোচনায় এসেছে, ‘বর্তমান করোনার যে পরিস্থিতি! বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুনিয়াব্যাপী নির্দেশনা দিয়েছে। তারওপর বাংলাদেশ সরকারের সভা-সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা বর্তমানে চলছে সেটা আমাদের মাথায় আছে। সেই প্রেক্ষিতে কোনও সমস্যা হলে সেটা দেখার দায়িত্ব বাফুফের নির্বাহী কমিটির। আমরা তখন নির্বাহী কমিটিকে বলবো সরকারের নির্দেশনা অনুযায়ী অগ্রসর হতে। তারাই তখন সিদ্ধান্ত নেবে।’

ভোটে ব্যাপক লোকজনের সমাগম হবে। নির্বাচন কমিশন তাই সতর্ক, ‘ভোট করতে হলে বাফুফের কংগ্রেস ডাকতে হবে। সেটা বড়সড় সভা। সুতরাং সারাদেশ থেকে মানুষ এনে করোনাকে সারাদেশে ছড়ানোর মতো অবস্থা এখন নেই।

সরকার সেটা বোঝে। এবং সরকার সারাদেশে সভা- সমাবেশ নিষিদ্ধ করেছে। আমরাও এই আইনের বাইরে নই। ভোট হবে, তবে মানুষের জীবনকে বিপন্ন করে যেন ভোট না হয় সেটাও বাফুফে লক্ষ্য রাখবে।’ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ যা বলেছেন তাতে বাফুফে চলতে চায় গঠনতন্ত্র অনুযায়ী। তার কথা, ‘২০ এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকা- চলবে।

এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা বাফুফে ভবনে নির্বাচন করার। প্রয়োজন হলে আমরা ভেন্যু পরিবর্তন করতে পারি। বড় হোটেলে হতে পারে। কিংবা বাফুফের টার্ফে হতে পারে। যাই হোক না কেন. ফিফা-এএফসির সঙ্গে আমরা এই বিষয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!