৪১ বার প্রেমে বিচ্ছেদ তিশার

বিনোদন: ৪১ বার তানজিন তিশার ব্রেকআপ মানে প্রেমে বিচ্ছেদ ঘটেছে। কিন্তু প্রতিবার ব্রেকআপের কিছুদিনের মাথায় নানা অজুহাতে আবার সম্পর্ক ঠিক করে ফেলেন তিনি। তবে ৪২তম ব্রেকআপের সময় কঠোর সিদ্ধান্ত নেন, আর কখনো এক হবেন না। সেজন্য আগের ৪১ বার মিলে যাওয়ার কারণগুলো খুঁজে বের করেন। পাশাপাশি কারণগুলো লিস্ট আকারে স্ট্যাম্পে লিখে প্রেমিকের সঙ্গে ব্রেকআপের চুক্তি করেন! এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘দ্যা ব্রেকআপ লিস্ট’। এতে তিশার বিপরীতে থাকছেন জোভান আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রূপক বিন রউফ। আসছে ভালোবাসা দিবসের জন্য এটি নির্মিত হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!