৪৯২ মিলিয়ন পাউন্ড সরাসরি কর দিল অ্যামাজন
আইটি: যুক্তরাজ্য সরকারকে ৪৯২ মিলিয়ন পাউন্ড সরাসরি কর দিয়েছে অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজন। কম্পানি এক বিবৃতিতে বলে, ‘যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। করোনা মহামারিতে ২০২০ সালে দেশটিতে আমাদের বিক্রি ৫০ শতাংশ বেড়ে হয়েছে ২০.৬৩ বিলিয়ন পাউন্ড। আর তাই দেশটির সরকারকে ৪৯২ মিলিয়ন পাউন্ড সরাসরি কর দেওয়া সম্ভব হয়েছে। ২০১৯ সালে বিক্রি ছিল ১৩.৭৩ বিলিয়ন পাউন্ড।’ যুক্তরাজ্যে প্রযুক্তি কম্পানিগুলোকে তাদের মুনাফার ওপর ভিত্তি করে কর দিতে হয়। অ্যামাজন জানায়, তারা ২০১০ সাল থেকে যুক্তরাজ্যে ৩২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘এ দেশটিতে আমাদের এগিয়ে যাওয়ার পরিপূর্ণ সুযোগ রয়েছে। আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে আরো বিনিয়োগ করব, কর্মসংস্থান তৈরি করব এবং মেধার বিকাশ ঘটাব, যা কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’ সূত্র: বিবিসি।
Spread the love