৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ডেস্ক নিউজ : নীলফামারীর ডিমলায় ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। পুলিশ জানায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের পূর্বছাতনাই গ্রামের নুর ইসলামের শিশুকন্যা ও দক্ষিন ঝাড়শিংহেস্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মনি আক্তার গত রোববার দুপুরে বাড়ী পাশ্ববর্তী ভুট্ট ক্ষেতের পাশে ফাঁকা মাঠে সঙ্গিদের নিয়ে খেলতে থাকা অবস্থায় একই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫)মনিকে প্রলোভন দিয়ে পাশ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই ছাত্রীটি ঘটনার বিষয় তার নানী ছরাতুন নেছাকে জানালে বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হয়। এরপর মনি আক্তারের রক্তক্ষরন শুরু হলে তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। ডিমলা হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও মনির রক্তক্ষরন বন্ধ করতে না পেরে তাকে গত রোববার রাতেই উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই ছাত্রীটি ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার ডিমলা থানার এসআই মাহাবুব রহমান ধর্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।