৬০০ কোটির অফার ফিরিয়ে দিলেন প্রীতি
বিনোদন: বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রীতি জিনতা অন্য অনেকের চাইতে আলাদা। অন্যরা শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও এ অভিনেত্রীর চিন্তাটা একটু ভিন্ন। প্রীতি একজন সফল ব্যবসায়ীও বটে। সেই সঙ্গে ক্রিকেট তার ভীষণ পছন্দ। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিকও তিনি। সেই প্রীতি জিনতা এবার ফিরিয়ে দিলেন ৬০০ কোটি টাকার সম্পত্তির অফার। অবশ্য তার পক্ষেই এটি সম্ভব। এই সম্পত্তি তিনি পেয়েছিলেন দত্তক বাবা শানদার আ¤্রােলির সূত্রে।
বলিউড পরিচালক কামাল আ¤্রােলির ছেলে শানদার আ¤্রােলি প্রীতিকে দত্তক নিয়েছিলেন। প্রীতি তার কাছেই বড় হন। তার মৃত্যুতে ৬০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী হন প্রীতি। কিন্তু সেই সম্পত্তি নিতে না করে দিলেন প্রীতি। কারণ হিসেবে জানা গেল, নিজের পরিশ্রমের ওপর বেশি ভরসা এই প্রীতির। আর সে কারণেই তিনি আজ সফল ব্যবসায়ী। সে কারণেই খুব অনায়াসেই তিনি ৬০০ কোটির সম্পত্তি পায়ে ঠেলতে পারলেন।