৬ ইসরায়েলি ‘ফিলিস্তিনির গুলিতে’ আহত

আর্ন্তজাতিক: ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে বাস স্টপে দাঁড়িয়ে থাকা একদল ইসরায়েলির দিকে ছোঁড়া গুলিতে ছয় জন আহত হয়েছে।
রোববার চলন্ত গাড়ি থেকে এক ফিলিস্তিনি গুলি ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আহতদের মধ্যে এক নারীর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, “চলন্ত একটি ফিলিস্তিনি গাড়ি থেকে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা ইসরায়েলি বেসামরিকদের দিকে গুলি ছোঁড়া হয়। আশপাশে অবস্থানরত সেনারা সন্দেহভাজন গাড়িটির দিকে পাল্টা গুলি ছুড়লেও সেটি পালিয়ে যায়।”
ইসরায়েলি বাহিনী হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!