৬ বছর পর আটঘরিয়া উপজেলা আ:লীগের সম্মেলন কাল
নিজস্ব প্রতিবেদক : ৬ বছর পর পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ)। আর এই সম্মেলনকে ঘিরে চলছে উৎসব মুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন রাস্তা ও অলি গলিতে শোভা পাচ্ছে নানা রংবে রঙ্গের ব্যানার ও বিলবোর্ড। তবে নেতাকর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্র বৃন্দতে পরিনত হয়েছে কে ধরছেন আওয়ামী লীগের হাল।
দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের তেমন কোন প্রতিদ্বন্দি¦ না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হতে চলেছেন তিনি। তবে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন পান্না সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।
এদিকে সাধারণ সম্পাদক পদে মোট মোট ৪ জনের নাম শোনা যাচ্ছে। তার হলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, চাঁদভা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহায়মীনে হোসেন চঞ্চল ও একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাঈল হোসেন সরদার।
মঙ্গলবার সকাল ১১ টায় আটঘরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো: আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্টু, মেরিনা জাহান, আব্দুল আওয়াল শামীম, পাবনা-১ আসনের সাংসদ এ্যাড. শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সাংসদ আলহাজ¦ মকবুল হোসেন, পাবনা-৪ আসনের সাংসদ আলহাজ¦ মো: নুরুজ্জামান বিশ^াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও সংরক্ষিত মহিলা আসন (পাবনা-সিরাকগঞ্জ) সাংসদ নাদিরা ইয়াসমিন জলি। সম্মেলনে সভাপতিত্ব করবেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। অনুষ্ঠানটির পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া।