৬ মুসল্লিকে হত্যায় ৪০ বছরের জেল
আর্ন্তজাতিক: কানাডার কুইবেক শহরে একটি মসজিদে নামাজ পড়ার সময় ৬ মুসল্লিকে গুলি করে হত্যার দায়ে আলেকজান্ডার বিসনেট নামে এক যুবককে ৪০ বছরের কারাদ- দিয়েছে আদালত।
স্থানীয় সময় শুক্রবার কানাডার একটি আদালত এ দ-াদেশ দেন। আদালতে আইনজীবীরা বলেন, অপরাধের তুলনায় সাজাটা কম হয়ে গেছে। একজনকে হত্যার জন্য ২৫ বছরের সাজা হলে ৬ জনকে হত্যার দায়ে তার কমপক্ষে দেড়শ’ বছর কারাদ- হওয়ার কথা।
২০১৭ সালের ২৯ জানুয়ারি রাতে ওই যুবক মসজিদে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে ৬ মুসল্লিকে হত্যা করে। এ সময় সমজিদে অবস্থানকারী ৩৫ মুসল্লি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।কিন্তু বিচারক ফ্রান্সকোইস হুট আইজীবীদের বলেন, ১৫০ বছর সাজা হলে তা হতো কানাডার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী সাজা। এ সাজা ভোগ করা অবস্থায়ই জেলখানায় ওই আসামির মৃত্যু হতো। এটা আরেকটা নির্দয় কাজ হতো।
Spread the love