৭০ বছর বয়সে বাবা হলেন অভিনেতা রিচার্ড
বিনোদন: স্ত্রী আলেহান্দ্রা সিলভার সঙ্গে ৭০ বছর বয়সি এই অভিনেতার এটি দ্বিতীয় সন্তান। নতুন অতিথিকে পেয়ে ভীষণ খুশি এই দম্পতি। হোলা ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে।
চার বছর প্রেম করার পর ২০১৮ সালে ৩৭ বছর বয়সি নারী উদ্যোক্তা ও মানবাধিকারকর্মী আলেহান্দ্রা সিলভাকে বিয়ে করেন রিচার্ড। পরের বছর ফেব্রুয়ারিতে তাদের ছেলে আলেকজান্ডারের জন্ম হয়।
এরপর নভেম্বরে এ দম্পতি জানান, আবারো তাদের ঘরে নতুন অতিথি আসছে। রিচার্ড গিয়ারের তৃতীয় স্ত্রী আলেহান্দ্রা সিলভা। এর আগে মার্কিন মডেল সিন্ডি ক্রফোর্ড (১৯৯১-১৯৯৫) ও মার্কিন অভিনেত্রী ক্যারি লয়েলকে (২০০২-২০১৬) বিয়ে করেন এই অভিনেতা। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ২০ বছর বয়সি ছেলে রয়েছে। তার নাম হোমার।
অন্যদিকে এর আগে গোভিন্ড ফ্রায়েডল্যান্ডকে বিয়ে করেছিলেন সিলভা। আলবার্ট নামে এই দম্পতির একটি সন্তান রয়েছে।
Spread the love