৮ই মার্চ মুক্তি পাবে ‘যদি একদিন’
বিনোদন: বিশ্ব নারী দিবসকে সামনে রেখে আসছে ৮ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে নতুন ছবি ‘যদি একদিন’। এমনটিই জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। তিনি গতকাল বলেন, ছবিটি আমরা প্রেক্ষাগৃহে ৮ই মার্চ মুক্তি দিচ্ছি। এটি পারিবারিক ও রুচিশীল গল্পের একটি ছবি। এ ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবিটিতে গায়ক-অভিনেতা তাহসান খান, কলকাতার শ্রাবন্তী, তাসকিন, শিশুশিল্পী রাইসাসহ অনেকেই অভিনয় করেছেন। তাহসান, শ্রাবন্তী ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, নাজিবা, মিলি বাশার প্রমুখ। ছবির কাহিনি নিয়ে জানা যায়, ছোট্ট রাইসার সঙ্গে ছবির নায়ক তাহসানের বাবা-মেয়ের এক দারুণ রসায়ন ফুটে উঠেছে।
সেই সঙ্গে তাহসান-শ্রাবন্তীর প্রেম-বিরহের কিছুটা আঁচ পাওয়া যাবে গল্পে। ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা ‘যদি একদিন’ নিয়ে বেশ আশাবাদী।