বিনোদন: নির্মাতা অনন্য মামুন এবার নতুন ওয়েব সিরিজ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এর নাম ‘ইন্দুবালা’।
চিত্রনায়িকা পপি, আঁচল, অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, এ বিএম সুমন অভিনীত এ ওয়েব সিরিজটির প্রথম গান এবার প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘তোকে ছুঁই’।
নির্মাতা জানান, গানটি অসাধারণ। গানের কথা লেখার পাশাপাশি মিউজিক করেছেন দোলান মৈনাক। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের ইমন চক্রবর্তী। বড় বাজেটের এই ওয়েব সিরিজটি সিনেস্পট অ্যাপে দর্শকরা দেখতে পাবেন।
এ কাজটি নিয়ে অভিনয় শিল্পীরাও দারুণ আশাবাদী।
Spread the love