ভাঙ্গুড়ায় অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : “রাষ্ট্রীয় আইন মেনে চলি,অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি” এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় দিনব্যাপি অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।
এতে প্রশিক্ষক হিসাবে কর্মশালা পরিচালনা করেন সরকারি শহীদ বুলবুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক সফিউল আলম,সরকারি এডওয়ার্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাথী সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।
অটিজমের উপর বিশেষ বক্তব্য দেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম। এ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনধি অংশ গ্রহন করেন।
কর্মশালার আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো -ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ।