সাঁথিয়ায় চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা-বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর উদ্যোগে বুধবার চূড়ান্ত বিতর্ক সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম ।
বিতর্কের বিষয় ছিল “অভ্যন্তরীর নয়, বৈশ্বিক কারণই উগ্রবাদের জন্য দায়ী”। এতে সাঁথিয়ার জোড়গাছ ডিগ্রি কলেজ ও বোয়াইলমারী কামিল মাদ্রাসা অংশ নেয়। স্থানীয় সমন্বয়ক অধ্যাপক আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর সহকারী পরিচালক ফজলে রাব্বী, জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় জোড়গাছা ডিগ্রি কলেজ বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হন জোড়গাছা ডিগ্রি কলেজের বিপক্ষের দলনেত্রী শারমিন খাতুন।
এ সময় শিক্ষক, সাংবাদিক ও কলেজ মাদরাসার ছাত্র-ছাত্রী অনুষ্ঠানটি উপভোগ করেন।