পাবনায় মহিলা সমাবেশ ও সংগীতানুষ্ঠান
মিজান তানজিল, পাবনা : পাবনায় বার্ষিক কর্মসম্পাদন কার্যক্রমের আওতায় দেশের উন্নয়ন, অগ্রগতি, অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, এসডিজি, ভিশন-২০২১, বাল্যবিবাহ, যৌতুক, শিক্ষা, বৃক্ষরোপণ, নিরাপদ সড়ক, শিশু অধিকার, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, সন্ত্রাস-জঙ্গীবাদ, মাদক প্রতিরোধ, দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার ও উদ্বুদ্ধকরণের অংশ হিসাবে মহিলা সমাবেশ ও সংগীতানুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা সিনিয়র তথ্য অফিসের আয়োজনে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া ওয়াসিম পাঠশালা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাবনা জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন’র সভাপতিত্বে ও জেলা সিনিয়র তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আব্দুল আউয়ালের পরিচালনায় বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা সিনিয়র তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন, গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক মিজানুর রহমান, টেবুনিয়া ওয়াসিম পাঠশালার প্রধান শিক্ষক ফজলুল হক, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, সদস্য জহুরুল ইসলাম আকন্দ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।পরে অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশনা করেন ঢাকা থেকে আগত গণযোগাযোগ অধিদপ্তরের গুনী শিল্পীবৃন্দ।